Header Ads

এন আর সি বিজেপির রাজনৈতিক বিষয় নয়, এ এক দেশের বিষয়ঃ রাম মাধব


গুয়াহাটিঃ জাতীয় নাগরিকপঞ্জী থেকে ৪০ লক্ষ ৭ হাজার ৭০৭ জন নাম বাদ পড়েছে। এই বাদ পড়া মানুষদের পক্ষ এবং বিপক্ষকে সমৰ্থন করে দেশ জুড়ে বিতৰ্ক শুরু হয়েছে। দেশের সংবাদ মাধ্যমগুলিতে নানা ভিত্তিহীন খবর প্ৰকাশিত হচ্ছে। জাতীয় নাগরিকপঞ্জী তালিকায় লক্ষ লক্ষ খিলঞ্জীয়া ভূমিপুত্ৰের নাম যেমন বাদ পড়েছে, তেমনি ধৰ্মীয় এবং ভাষিক সংখ্যালঘু মানুষের নামও অন্তভূক্ত হয় নি। ভুলেভরা জাতীয় নাগরিকপঞ্জী তালিকা। বরাক থেকে ভয়ানক খবর এসেছে জাতীয় নাগরিকপঞ্জীর দ্বিতীয় খসড়ার কয়েক শ পৃষ্ঠাব্যাপী পিডিএফ ফাইল প্ৰকাশ হয়ে গেছে। সরকার ম্যাজিষ্ট্ৰেট পৰ্যায়ের তদন্ত ঘোষণা করেছে। সুপ্ৰীমকোৰ্ট দাবি আপত্তির ক্ষেত্ৰে যে নিয়ম নীতি বেঁধে দিয়েছেন, তা নিয়ে রাজ্যে সমালোচনার ঝড় উঠেছে। কোনও সন্দেহজনক ব্যক্তিদের বিরুদ্ধে আপত্তি জানাতে হলেও নিৰ্দিষ্টভাবে অভিযোগকারীকে প্ৰমাণ দিতে হবে ঐ ব্যক্তি প্ৰকৃতাৰ্থে সন্দেহজনক নাগরিক। ভুল তথ্য দিলে জেল জরিমানার মুখোমুখি হতে হবে। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত আজ বলেন, এই হুকুম আই এম ডি টি আইন থেকেও ভয়াবহ। আজ রাজ্যের বুদ্ধিজীবিরা দাবি আপত্তির সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছেন। আজ দিল্লীতে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰালয়ের উদ্যেগে এন আর সির দাবি আপত্তি নিস্পত্তি সম্পৰ্কে মডেলিটি প্ৰস্তুত করা হয়। আগামী ১৫ আগষ্টের মধ্যে কেন্দ্ৰীয় সরকার মডেলিটি সম্পৰ্কে সুপ্ৰীমকোৰ্টকে জানাবেন। ১৬ আগষ্ট পরবৰ্তী শুনানির দিন ধাৰ্য করা হয়েছে। বিজেপির সৰ্ব ভারতীয় নেতা রাম মাধব ‘নিউজ ১৮ ইণ্ডিয়া' র সঙ্গে এক বৈঠকে মন্তব্য করেছেন, ‘‘এন আর সির খসড়া তালিকায় নাম না থাকা লোক সেপ্তেম্বর মাস পৰ্যন্ত আবেদন করতে পারবেন। যে সকল মানুষের নাম এন আর সির অন্তিম তালিকায় আসবে না, তাদের জন্যও সুবিধা থাকবে।'' তবে কি সুবিধা দেওয়া হবে সে কথা বলেন নি। রাম মাধব বলেছেন, এন আর সি বিজেপির রাজনৈতিক বিষয় নয়, এ এক দেশের বিষয়। বিরোধীরা এন আর সি নিয়ে রাজনীতি করছে। বিশ্বে প্ৰতিটি দেশই বিদেশী বিতারণ করছেন বলে মন্তব্য করেন রাম মাধব। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.