Header Ads

স্বাধীনতা দিবসের প্ৰাককালে ২০ জন সাংবাদিককে সাংবাদিক পেন্সন ঘোষণা করা হল

গুয়াহাটিঃ প্ৰাক স্বাধীনতা দিবসে অসম সরকার ২০১৮-১৯ বৰ্ষে ২০জন অবসর প্ৰাপ্ত সাংবাদিককে পেন্সন দেওয়ার কথা ঘোষণা করেন। গত ১৭-১৮ বছরেও ২০ জন সাংবাদিককে পেন্সন দেওয়া হয়েছিল। ২০ জন সাংবাদিক হলেন রীণা চৌধুরী (কামরূপ মহানগর), রূপহ চলিহা (তিনসুকিয়া), নগেন বড়া (কাৰ্বি আংলং), অমিতাভ বরুয়া (বিশ্বনাথ), বিনয় ভূষণ চৌধুরী (কোকরাঝাড়), হারনূল রশিদ (উত্তর লখিমপুর), প্ৰদীপ দত্ত (শিবসাগর), মনোরম বরুয়া (যোরহাট), নাউদত্ত তালুকদার (নলবাড়ি), মৃণাল মল্ল পাটোয়ারী (বরপেটা), জ্যোতিরিন্দ্ৰ লাল গোস্বামী (করিমগঞ্জ), ধনী বরা (কামরূপ মহানগর), উপেন চন্দ্ৰ ডেকা (মরিগাঁও), অরুণ লোচন দাস (কামরুপ মহানগর), পরেশ চন্দ্ৰ দত্ত (কাছাড়), প্ৰফুল্ল কুমার শৰ্মা (ডিব্ৰুগড়) হেমন্ত বৰ্মণ (কামরূপ মহানগর), পাৰ্থপ্ৰতীম বরুয়া (কামরূপ মহানগর), বেদব্ৰত লহকর (কামরূপ মহানগর) এবং মুকুল কলিতা (কামরূপ মহানগর)। বরাক উপত্যকা থেকে প্ৰথম ২জন বাঙালি সাংবাদিককে পেন্সন দেওয়া হল। গতবছর গুয়াহাটি থেকে বাঙালি সাংবাদিক হিসাবে অমল গুপ্ত এবং বিনয় ভূষণ সেনকে সাংবাদিক পেন্সন দেওয়া হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.