Header Ads

ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর প্রয়ানে শোকার্ত পাহাড়

 
                                         
বিপ্লব দেব হাফলংঃ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে পুরো দেশের সঙ্গে ডিমা হাসাও জেলাবাসী শোকার্ত। মহান এই নেতার মৃত্যু দেশের এক অপূরনীয় ক্ষতি। এদিকে রাজ্য সরকার প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে পুরো রাজ্যে শুক্রবার সরকারি ছুটি ঘোষনা করেছে সেই সঙ্গে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ কর্তৃপক্ষ শুক্রবার ছুটি ঘোষনা করে ডিমা হাসাও জেলায় পার্বত্য পরিষদের অধীনে থাকা সব সরকারি বিভাগ স্কুল কলেজ বেসরকারি প্রতিষ্ঠান শুক্রবার বন্ধ থাকে। অন্যদিকে ব্যাঙ্ক ও এলআইসির মত প্রতিষ্ঠান গুলিতে অর্ধদিবস ছুটি ঘোষনা করা হয় এদিকে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যতে গভীর শোক প্রকাশ করে শুক্রবার হাফলং মার্চেন্ট অ্যাসোসিয়েশন দু‘ঘন্টার জন্য বাজার হাট দোকান পাট সব বন্ধ রাখার পাশাপাশি এক শোক সভা করে প্রায়ত প্রধানমন্ত্রী স্মৃতি চারন করে। সকাল দশটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পুরো হাফলং শহরে ব্যবসায়ীরা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখেন। এদিকে প্রাক্তন বিধায়ক তথা পার্বত্য পরিষদের প্রাক্তন সিইএম সমরজিৎ হাফলংবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে বলেন দেশ হারাল এক মহান রাজনীতিক ব্যাক্তিত্বকে যা আমাদের কাছে এক অপূরনীয় ক্ষতি। ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ডিমা হাসাও জার্নালিষ্ট ইউনিয়ন ও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সন্মেলন হাফলং শাখা। নিখিল বঙ্গে সচিব অভিজিৎ দাস প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যতে গভীর শোক প্রকাশ করে বলেন প্রাক্তন প্রধান মন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু দেশের জন্য এক অপূরনীয় ক্ষতি বলে মন্তব্য করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.