Header Ads

রাষ্ট্রীয় নাগরিক পঞ্জির সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন জি পি চক্রবর্তী

জয়শ্রী আচার্য, লামডিং : রাষ্ট্রীয় নাগরিক পঞ্জির চুড়ান্ত খসড়া তালিকায় যে ৪০ লাখ জনতার নাম বাদ পড়েছে, তার মধ্যে লামডিং সমষ্টি থেকে বাদ পড়েছে প্রায় ৩০ শতাংশ লোকের নাম। কিন্তু দেখা গেছে যে এই নামগুলো প্রত্যেকটি পরিবার থেকে ১/২ জন করে বাদ পড়েছে। এই বিভ্রান্তিকর পরিস্থিতিতে দিশাহীন লোকগুলোর সনে দাঁড়িয়েছে সি পি আই (এম) লামডিং শাখা। এই শাখার উদ্যোগে গত ১৮ই আগষ্ট উত্তর লামডিং ঝুলন পুল রোডের সিটু কার্যালয়ে এক এন আর সি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়। শাখার সম্পাদক জি পি চক্রবর্তী এন আর সি সহায়ক কেন্দ্রের উদ্বোধন করে বলেন, এই কেন্দ্রের প্রধান কাজ হল সভাসমিতির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলা এবং বিভিন্ন ভাবে আইনি মতে জনগণের সহায়তা করা। তিনি আরও বলেন লামডিং এলাকার প্রতিটি প্রান্ত সরেজমিন করে দেখা গেছে প্রতিটি পরিবার থেকে ১/২ টি করে নাম বাদ পড়েছে। এর কারণ হিসাবে দেখা গেছে বেশির ভাগ ক্ষেত্রেই লিংকেজের সমস্যা, বার্থ সার্টিফিকেটের সমস্যা। গ্রামের নিরিহ জনগন যাতে ভোগান্তির শিকার না হন সেই উদ্দেশ্যেই এই সেবা কেন্দ্র খোলা হয়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত উল্লেখ্য করা যায় যে ইতিমধ্যেই সেবা কেন্দ্রে অগনিত ভুক্তভোগীদের ভিড় লক্ষ করা যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.