Header Ads

সোমবার একই ইস্যুতে ১০ ঘন্টার ডিমা হাসাও জেলা বনধে ডাক কংগ্রেসের


পূর্নেন্দু নিন্দু লাংথাসাার খুনের অভিযোগো দেবোলাল গার্লোসাকে গ্ৰেফতারের দাবিতে অগপ-র মিছিল 

বিপ্লব দেব, হাফলংঃ অসমের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রয়াত গোবিন্দ লাংথাসার ছেলে পূর্নেন্দু লাংথাসা ও নিন্দু লাংথাসা হত্যাকাণ্ড ইস্যুতে কংগ্ৰেসের পর এবার এনিয়ে সরব হয়ে উঠেছে বিজেপির মিত্ৰদল অগপ। প্ৰাক্তন ডিএইচডি (জে)-র সদস্য ডেভিড কেম্প্রাই ওরফে মুপিত রাজিয়ুং ওরফে অ্যাকশন ডিমাসা হাফলং জেলা দায়রা আদালতে দেওয়া জবানবন্দি সংবাদ মাধ্যমে প্ৰকাশ হওয়ার পর উত্তপ্ত হয়ে উঠছে পাহাড়ী জেলার রাজনীতি। ডিএইচডি (জে)-র প্রাক্তন সদস্য অ্যাকশন ডিমাসার আদালতে দেওয়া সাক্ষ্য অনুসারে উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের প্ৰাক্তন ইএম নিন্দু লাংথাসাকে বৰ্তমানের সিইএম দেবলাল গাৰ্লোসায় হত্যা করেছিল। সঙ্গে পার্বত্য পরিষদের তৎকালীন সদস্য প্ৰফুল্ল ফংলোর দেহরক্ষীকে হত্যা করে ৯ এমএম কার্বাইন ছিনিয়ে নেয়। অন্যদিকে দেবলাল গাৰ্লোসার নিৰ্দেশে পার্বত্য পরিষদের তৎকালীন  সিইএম পূৰ্ণেন্দু লাংথাসাকে হত্যা করে ডিএইচডি (জে)-র অন্য এক সদস্য গেলামলাই যার প্ৰত্যক্ষদৰ্শী ছিল অ্যাকশন ডিমাসা। সিইএম দেবোলাল গাৰ্লোসাকে গ্ৰেফতারের সঙ্গে সঙ্গে পাৰ্বত্য পরিষদ ভঙ্গের দাবিতে শনিবার হাফলঙে অগপ দল এক প্ৰতিবাদী মিছিল বের করে। পার্বত্য পরিষদের বর্তমান সিইএম দেবোলাল গার্লোসার গ্রেফতারের দাবিতে মিছিলকারীরা উত্তাল করে তুলে হাফলং। মিছিল হাফলং অগপ জেলা কার্যালয় থেকে বের হয়ে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ সচিবালয় রোটারি  হয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনে এসে অবিলম্বে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসাকে গ্রেফতার করা এবং দেবোলার গার্লোসার নেতৃত্বে বর্তমান বিজেপি এবং দেবোলার গার্লোসার নেতৃত্বে বর্তমান বিজেপি শাসিত কার্যনির্বাহী কমিটি ভঙ্গ করে পার্বত্য পরিষদের দায়িত্ব রাজ্যপালের হাতে তুলে নেওয়ার দাবি সম্বলিত এক স্মারকলিপি অসমের রাজ্যপাল জগদীশ মুখি ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের উদ্দেশ্যে প্রেরন করা জেলাশাসক অমিতাভ রাজখোয়ার মাধ্যমে। শনিবার মিছিলে অংশ নেন অগপ ডিমা হাসাও জেলা কমিটির সভাপতি বকুল বডো পার্বত্য পরিষদের প্ৰাক্তন সিইএম দেবজিত থাওসেন, প্ৰাক্তন সাংসদ তথা পরিষদের প্রাক্তন সিইএম প্ৰকান্ত ওয়ারিশা বিজয় সেঙ্গইয়ং এল লিমা কেভম খবলথাং মার প্ৰমুখ নেতাকৰ্মী। হাতে হাতে প্লেকাৰ্ড নিয়ে জেলার বিভিন্ন প্ৰান্তের অগপ কৰ্মীরা মিছিলে অংশ গ্রহন করে। 

পাৰ্বত্য পরিষদের সদস্য তথা প্ৰাক্তন সিইএম দেবজিত থাওসেন বলেন যে আদালতে প্ৰত্যক্ষদৰ্শীয়ে সাক্ষ্য দেওয়ার পর আর কি বাকী রইল। সেই কারনে অবিলম্বে দেবোলাল গাৰ্লোসাকে গ্ৰেপ্তার করার পাশাপাশি পাৰ্বত্য পরিষদ ভঙ্গ করা ছাড়া অন্য কোনও রাস্তা নেই। দেবজিৎ বলেন খুনের অভিযোগ থাকা ব্যক্তি পরিষদের পবিত্ৰ সিইএম পদে থাকার কোনোও অধিকার নেই। অন্যদিকে প্ৰাক্তন সাংসদ তথা পরিষদের প্রাক্তন সিইএম প্ৰকান্ত ওয়ারিশা বলেন প্ৰাক্তন ডিএইচডি সদস্য ডেভিড কেম্প্রাই ওরফে মুপিত রাজিয়ুং ওরফে অ্যাকশন ডিমাসায় দেওয়া সাক্ষ্য অনুসারে বৰ্তমান বিজেপি শাসিত পরিষদের সিইএম দেবোলাল গাৰ্লোসা ওরফে ড্যানিয়াল ডিমাসা পূর্নেন্দু ও নিন্দু লাংথাসা হত্যাকাণ্ডে জড়িত। প্রাক্তন জঙ্গি ডেভিড কেম্প্রাইয়ের এমন জবানবন্দি দেওয়ার পর দেবোলাল গার্লোসার ক্ষমতায় থকার কোনোও অধিকার নেই। কারন মানুষ খুন করার মত বড় অপরাধ আর কিছু হতে পারে না । সেই কারনে অবিলম্বে রাজ্যসরকার পাৰ্বত্য পরিষদ ভঙ্গ  করার পাশাপাশি দেবোলাল গার্লোসাকে ২৪ ঘন্টার মধ্যে গ্ৰেফতার করার দাবি জানান প্রকান্ত ওয়ারিশা। অগপ নেতা জেড নুনিসা বলেন তারপরও যদি রাজ্যসরকার এনিয়ে দেবোলাল গার্লোসার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করে তাহলে অগপ পাহাড়ি জেলার সর্বত্র তীব্র আন্দোলন গড়ে তুলার পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাসভবনের সামনে ধর্নায় বসার হুমকি দেন। এদিকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম তথা ডিএইচডি (জে)-র প্রাক্তন উপ-মুখ্য সেনাধ্যক্ষ দেবোলাল গার্লোসা ওরফে ডেনিয়েল ডিমাসাকে অবিলম্বে গ্রেফতার করার দাবি সহ পার্বত্য পরিষদ অবিলম্বে ভঙ্গ করে রাজ্যপালের হাতে তুলে নিয়ে রাজ্যপাল শাসনের দাবি জানিয়ে ১৩ আগষ্ট ১০ ঘন্টার ডিমা হাসাও জেলা বনধের ডাক দেয় ডিমা হাসাও জেলা কংগ্রেস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.