Header Ads

প্ৰতিটি নিৰ্বাচন কেন্দ্ৰে একটি করে মডেল হাসপাতাল স্থাপন করা হবেঃ হিমন্ত বিশ্ব শৰ্মা


সরকারি কৰ্মচারীদের ২টির বেশি সন্তান হলে চাকরি যাবে, মা-বাবা-অভিভাবককে অবজ্ঞা করলেও শাস্তি
গুয়াহাটিঃ মা-বাবা-অভিভাবকদের প্ৰতি সন্তানদের অবহেলা, অবজ্ঞা বন্ধ করার লক্ষ্যে অসম সরকার এক বেনজির ও মানবিক সিদ্ধান্ত গ্ৰহণ করেছে। সরকারি কৰ্মচারীরা যদি তাদের মা-বাবা-অভিভাবকদের প্ৰতি সম্পূৰ্ণ দায়িত্ব পালন করে তা সুনিশ্চিত করার লক্ষ্যে অসম সরকার বিগত বিধানসভায় ‘প্ৰণাম' নামে এক কৰ্মসূচী গ্ৰহণ করেছে। অসমের স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আজ সেই কৰ্মসূচীর কথা উল্লেখ করে বলেন, আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধী জন্ম দিন থেকেই এই কৰ্মসূচী রূপায়ণ করা হবে। পরবৰ্তী ক্যাবিনেট কমিটিতে এই কৰ্মসূচীটি অনুমোদন করানো হবে। প্ৰণাম কমিশনও গঠন করা হবে। সরকারি কৰ্মচারীদের দ্বারা অবহেলিত মা-বাবারা যদি কমিশনে সন্তানদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তবে কমিশন সংশ্লিষ্ট কৰ্মচারীদের বেতন থেকে ১০-১৫ শতাংশ কেটে নিয়ে অভিভাবদের হাতে তুলে দেবে। সেই পরিবারের অবিবাহিত মহিলাদের প্ৰতিও দায়িত্ব পালনের কথা স্মরণ করে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। তিনি কৰ্মচারীদের হৃদয়হীন না হয়ে মানবিকগুণের অধিকারি হওয়ার জন্য আহবান জানান। হিমন্ত বিশ্ব শৰ্মা আজ শঙ্কর দেব কলাক্ষেত্ৰে নাৰ্স এবং চতুৰ্থ শ্ৰেণীর কৰ্মচারীদের নিয়োগ পত্ৰ বিতরণকালে আর এক যুগান্তকারী সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, বিগত বিধানসভায় পাশ হয়েছে ২টির বেশি সন্তান হলে সংশ্লিষ্ট কৰ্মচারীকে সরকারি চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে। সরকার ইতিমধ্যে জনগণনার নীতি গ্ৰহণ করেছে তা বিধানসভায় পাশও হয়েছে। আরও ২-৩ মাস লাগবে আইনটি অনুমোদন করতে। আজ স্বাস্থ্যমন্ত্ৰী রাজ্যের ২৫টি মডেল হাসপাতালের জন্য ৭৭৮ জন নাৰ্স এবং ২৮০ জন চতুৰ্থ শ্ৰেণীর কৰ্মচারীকে নিয়োগ পত্ৰ প্ৰদান করে বলেন, রাজ্যে প্ৰতিটি নিৰ্বাচন কেন্দ্ৰে মডেল হাসপাতাল স্থাপন করা হবে। স্বাস্থ্যমন্ত্ৰী নাৰ্সদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, রোগীদের প্ৰতি অবহেলা সহ্য করা হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.