Header Ads

বিজেপি সংখ্যালঘু মোৰ্চার সহযোগিতা নিয়ে ডাঃ ইলিয়াস আলী রাজ্যে জুড়ে সজাগতা সভা করবেন


গুয়াহাটিঃ রাজ্যের বিশিষ্ট চিকিৎসক তথা গুয়াহাটি হাতীগাঁও অঞ্চলের গ্লোবাল হাসপাতালের কৰ্ণধার ডাঃ ইলিয়াস আলী একজন জন্মনিয়ন্ত্ৰণ বিশেষজ্ঞ হিসাবে দেশ বিদেশে পরিচিত। বিজেপি সংখ্যালঘু মোৰ্চার এক সভায় বিশেষ আমন্ত্ৰিত অতিথি হিসাবে অংশ গ্ৰহণ করে ডাঃ আলী তিন তালাক নিয়ে দেশ জুড়ে বিতৰ্কের জবাবে বলেন, ‘তিন তালাকের ক্ষেত্ৰে মৌলবীদের সিদ্ধান্ত নয়, সুপ্ৰীমকোৰ্টের সিদ্ধান্তই হবে চূড়ান্ত'। এই সভায় অসমেরþ বিজেপি সরকারের সহযোগিতা নিয়ে বিজেপি সংখ্যালঘু মোৰ্চা রাজ্যের সংখ্যালঘু অধু্যষিত অঞ্চলগুলিতে জনসংখ্যান নিয়ন্ত্ৰণ সম্পৰ্কে সজাগতা ও সচেতনতা সভার সিদ্ধান্ত  নেওয়া হয়েছে। রাজ্যের জনসম্পৰ্ক কৰ্মসূচী হিসাবে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল গ্লোবাল হাসপাতালে গিয়ে ডাঃ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সংক্ষিপ্ত আলোচনায় জনসংখ্যা বিশেষজ্ঞ ডাঃ আলী রাজ্যে সরকারের গৃহীত জনসংখ্যা নীতি নিয়ে আলোচনা করেন। গত ১১ জুলাই কামর+প জেলার কালাতলি চরঅঞ্চলে জনসংখ্যা নিয়ন্ত্ৰণ নিয়ে সজাগতা সভা করেন। সংখ্যালঘুমোৰ্চার রাজ্য সভাপতি মুক্তার হোসেন খান ডাঃ আলীর অবদানের প্ৰশংসা করেন। প্ৰসংগত রাজ্য জনসংখ্যানীতি কমিটির অন্যতম সদস্য হেচ্ছন ডাঃ ইলিয়াস আলী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.