Header Ads

জনতা ভবনের সামনে বেরিকেড ভেঙ্গে প্ৰতিবাদ, পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধ, গ্ৰেফতার

গুয়াহাটিঃ রাজ্যের কয়েক শ প্ৰতিবন্ধী বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে আজ ছয়মাইল থেকে প্ৰতিবাদ মিছিল করে জনতা ভবনের আস পাশ উত্তাল করে তোলে। পুলিশের বেরিকেড ভেঙ্গে জনতা ভবনে প্ৰবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘৰ্ষ হয়। নিষেধাজ্ঞা লঙঘন করে জনতা ভবনের প্ৰবেশের চেষ্টায় পুলিশ তাদেরকে গ্ৰেফতার করে বাসে তুলে সোনাপুরে নিয়ে গিয়ে আবদ্ধ করেন। সেখানেও পুলিশের সঙ্গে প্ৰতিবন্ধীদের খণ্ড যুদ্ধ হয়। মহানগরের প্ৰধান সড়ক জি এস রোড প্ৰায় ডের ঘণ্টা যান বাহন চলাচল বনধ হয়ে যায়। হাজার হাজার যান বাহন আটকা পরে প্ৰতিবাদ মিছিলের ভিড়ে। প্ৰতিবন্ধীদের শূণ্য পদগুলি পূরণ করতে হবে, রাজ্যে প্ৰতিবন্ধীদের জন্য কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে ইত্যাদির দাবি জানিয়ে আন্দোলনকারিরা হুমকি দেন যদি তাদের দাবি পূরণ না হয় তবে গণআত্মহত্যা করতে বাধ্য হবে। অপর দিকে আজই রাজ্যের ৬ হাজারের বেশি ভেন্সার স্কুলের প্ৰায় ৩৩ হাজার শিক্ষককের পদ প্ৰাদেশিকরণ না করার প্ৰতিবাদে রাজ ভবনের সামনে শিক্ষকরা অবস্থান ধৰ্মঘট পালন করে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্ৰীর কাছে দাবি দাওয়া সম্বলিত স্মারক পত্ৰ পাঠান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.