Header Ads

আক্ৰাসুর ১২ ঘণ্টা বনধের ফলে স্বাভাবিক জীৱন যাত্ৰা ব্যাহত


গুয়াহাটিঃ কয়েক দিন আগে সারা বোড়ো ছাত্ৰ সংস্থা (আবসু) এবং অন্যান্য সহযোগী সংগঠন পৃথক বোড়োল্যাণ্ডের দাবিতে নিম্ন অসম উত্তাল করে তুলেছিল। তাদের দাবি ‘অসম ফিফটি-ফিফটি।' আজ নিম্ন অসম কেন্দ্ৰীক কোচ রাজবংশী জনগোষ্ঠীর সংগঠন আক্ৰাসু রাজ্যে ১২ ঘণ্টার বনধ ডেকে দাবি তুলল– ‘নো এসটি, নো কমতাপুর, নো রেষ্ট'। সারা অসম কোচ রাজবংশী ছাত্ৰ সংস্থা, চিলারায় সেনা এবং তাদের সহযোগী মহিলা সংগঠনগুলি কোচ রাজবংশী জনগোষ্ঠীর জন্য পৃথক কামতাপুর রাজ্য, কোচ রাজবংশী জনগোষ্ঠীকে উপজাতি করণ প্ৰভৃতির দাবিতে আজ রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধ রাখা হয়। এই বনধ সমৰ্থকরা বেশ কিছু যান-বাহন ভাঙচূর করে, পথ অবরোধ করে টায়ার জ্বালায়। নিম্ন ও মধ্য অসমে এই বনধে ব্যাপক প্ৰভাব পড়েছে। গোয়ালপাড়া, জাগিরোড, দুধনৈ, রংজুলি, বরপেটা রোড, বাক্সা, মরিগাঁও, ওদালগুরি প্ৰভৃতি অঞ্চলে স্বাভাবিক জীবন যাত্ৰা ব্যাহত হয় বলে খবর পাওয়া গেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.