Header Ads

পশ্চিমবঙ্গে সিণ্ডিকেট রাজ চলছেঃ মোদি, মোদির সভায় ম্যারাপ ভেঙে বিপত্তি, আহত শতাধিক



দেবকিশোর চক্রবর্তীঃকলকাতা
তিনি এলেন, দেখলেন, গরমাগরম বক্তৃতাও দিলেন তিনি দেশের প্রধানন্ত্রী নরেন্দ্র মোদিসোমবার ইতিহাস প্রসিদ্ধ মেদিনীপুরে বিজেপির বঙ্গ ব্রিগেড আয়োজন করে ঐতিহাসিক কৃষক সমাবেশ সেই সভার প্রধান বক্তা মোদিকে কাছ থেকে  একবার দেখতে সমেবেত হন কয়েক হাজার মানুষগেরুয়া সমর্থকদের উপস্থিতিতে মেদিনীপুর কলেজ মাঠ ভরে উঠেছিল কানায় কানায় এদিন, শুরু থেকে সবই ছিল মোটের ওপর ঠিকঠাকরাজ্যে বদলের ডাক দিয়ে তৃণমূল কংগ্রেসকে দুস্কৃতির দল বললেন মোদি এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে
প্রধানমন্ত্রী মোদি বলেন, পশ্চিমবঙ্গে বর্তমানে সিন্ডিকেট রাজ চলছে আর ঠিক তখনই কাকতালীয় ভাবে ঘটে যায় বিপত্তি ভরা সভায় প্রধান বক্তার বক্তব্যের মাঝেই ঘটে অপ্রত্যাশিত দুর্ঘটনাসভা প্রাঙ্গন ঢেকে দেওয়া ম্যারাপের একাংশ হঠাৎই ভেঙে পড়ে আর এই আকশ্মিক দুর্ঘটনার ফলে সভায় আসা শতাধিক ব্যক্তি আহত হন বলে পুলিশ সূত্রে প্রকাশ সভা শেশষে আহতদের দেখতে মেদিনীপুর জেলা হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিআহতদের মধ্যে বেশির ভাগই মহিলাএবং অনেকেরই আঘাত গুরুতর
এদিকে, মোদির সভা শেষে ফেরার পথে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয় বিজেপি সমর্থকদের একাংশকর্তব্যরত পুলিশ কর্মীদের রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ এই ঘটনাকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলিপ ঘোষ অন্যদিকে, পুলিশ প্রহারের ঘটনাটিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল রাজ্য নেতৃত্ব


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.