Header Ads

জলহীন লামডিংয়ে জলের ব্যবস্থা, মজদুর ইউনিয়নের



স্বপন দাসঃ লামডিং
ডিভিশনের অৰ্ন্তগত লামডিংএর সমপবর্তী  রেল ষ্টেশন সহ রেল এলাকার জল কষ্টের নিরসনে লামডিং মজদুর ইউনিয়নের প্রচষ্টায় রেল বিভাগ থেকে বোরিং করে জলের ব্যবস্হা করা হয়।  ইউনিয়নের সুত্রে জানা যায় যে লামছাখাং এলাকাতে প্রায় ৭০জন রেল কর্মী তাদের পরিবার নিয়ে বসবাস করছেন বিগত ২০বছর যাবত এরা জল সংকটে ভুগছেন। প্রান্তিক ষ্টেশন হবার দরুন স্বাভাবিক ভাবেই জল সরবরাহের কোনও  ব্যবস্থা  নেই  সেখানে । এমন অবস্হায় মজদুর ইউনিয়নের প্রচেষ্টায় রেল বিভাগ থেকে গত ১২জুলাই এলাকায় দুজয়গায় বোরিং করে জলের  ব্যবস্হা করা হয়। উপস্হিত ছিলেন রেল বিভাগের পদস্হ আধকারিকরা এবং ইউনিয়নের পক্ষে  কেন্দ্রীয় নেতা  সুহাস দাস বিভাগীয় আহ্বায়ক  তাপস ব্যানার্জী কোষাধ্যক্ষ সুব্রত রায় যুগ্ম সম্পাদক সমীর ভদ্র রাজীব নন্দী প্রমুখ। ইউনিয়ন  সুত্রে আরো বলা হয়েছে যে আগামী   অর্থ বর্ষের মধ্যে  লামছাখাং এলাকায় জলের বিশুদ্ধতার জন্য আইরন রিমুভেল প্লেন্ট স্হাপনের প্রতিশ্রুতি দিয়েছেন রেল কৰ্তৃপক্ষ। জল কষ্ঠের সুরাহা হওয়াতে রেল কতৃপক্ষ এবং মজদুর ইউনিয়নকে ধন্যবাদ জানান লামছাখাং এর রেলকর্মীবৃন্দ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.