Header Ads

ডিব্ৰুগড় শহরে লিগাল এইড ফোরামের আইনী সজাগতা সভা


ডিব্ৰুগড় থেকে পিয়ালি ঘোষ দেঃ অল ইণ্ডিয়া লিগাল এইড ফোরাম অসম তথা উত্তর পূৰ্বাঞ্চলে দারিদ্ৰসীমার তলে বাস করা মানুষদের মধ্যে আইনী সজাগতা ও সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গুয়াহাটির পর লিগাল এইড ফোরাম গত কাল ডিব্ৰুগড় শহরের নালিপুল দূৰ্গাবাড়িতে সজাগতা সভা অনুষ্ঠিত হয়। দূৰ্গাবাড়ি কমিটির সদস্য চন্দন মজুমদারের তত্বাবধানে অনুষ্ঠিত এই সভায় শহরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই সভায় অল ইণ্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক তথা সুপ্ৰীমকোৰ্ট এবং কলকাতা হাইকোৰ্টের বিশিষ্ট আইনজীবি জয়দ্বীপ মুখাৰ্জি বলেন, দেশের দারিদ্ৰসীমার তলে বাস করা মানুষগুলি আইনি অধিকার সম্পৰ্কে সচেতন নয়, এই গরিব মানুষগুলির বিরুদ্ধে অপরাধজনিত ঘটনা সংঘটিত হলে বিচার পায় না, সেই ক্ষেত্ৰে লিগাল এইড ফোরাম সম্পূৰ্ণ বিনামূল্যে আইনী সহায়তা করে থাকে। ১৯৭৬ কেন্দ্ৰীয় সরকার বিচারপতি প্ৰফুল্ল চন্দ্ৰ নটবরলাল ভাগবতীর নেতৃত্বে এক কমিটি গঠন করে দিয়েছিল। বাৰ্ষিক ৬০ হাজার টাকার কম আয়ের ব্যক্তিদের বিনা পারিশ্ৰমিকে আইনী সহায়তা প্ৰদান করার ব্যবস্থা হয়। এই কমিটির সঙ্গে যোগাযোগ করে আইনী সহায়তা দেওয়ার ব্যবস্থা করে থাকে লিগাল এইড ফোরাম। গত কালের সভায় উপস্থিত ছিলেন অসিমাভ দত্ত, বাঙালি যুব ছাত্ৰ ফেডারেশনের সভাপতি নিৰ্মল শীল, আইনজীবি দেবাশীষ রায়, সমাজ কমী শান্তনু ভট্টাচাৰ্য প্ৰমুখ বিশিষ্ট ব্যক্তিরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.