Header Ads

আর পশ্চিম নয়, এখন শুধুই 'বাংলা'



দেবকিশোর চক্রবর্তীঃ কলকাতা

উদ্যোগটা শুরু হয়েছিল বাম আমলে। মানে আজ থেকে দু'দশক আগে। তবে, বাস্তবে তা কার্যকর হল তৃণমূল জমানায়।সাবেকি পশ্চিম বঙ্গ নাম  বদলে বৃহস্পতিবারের বারবেলায়। এদিন রাজ্য বিধানসভায় নাম বদলের প্রস্তাব দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর প্রস্তাবে সায় দেন রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা।নাম বদলের পক্ষে শুরু থেকেই তৎপর ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন, মুখ্যমন্ত্রীর সেই ইচ্ছেকে কার্যত শিলমহর দিতে রাজ্য বিধানসভা থেকে সর্বদলীয়ভাবে বিল পাশ হয়। রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট কবি শঙ্খ ঘোষ, লেখিকা নবনীতা দেব সেন থেকে বাম আমলের বিশিষ্ট বুদ্ধিজীবি পবিত্র সরকার।এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন রাজ্যের বিভিন্ন শ্রেণির মানুষ। তবে, এই নাম বদলে আপত্তি তুলেছে রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই হঠকারি সিদ্ধান্ত আমরা সমর্থন করি না।কারন পশ্চিমবঙ্গ নামটির মধ্যে জড়িয়ে আছে বহু পুরোনো ঐতিহ্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.