Header Ads

বিজেপি দেশে সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি বিনষ্ট করছেঃ হরিশ রাওয়াত

গুয়াহাটিঃ নিখিল ভারত কংগ্ৰেস কমিটির অন্যতম সাধারণ সম্পাদক তথা অসমের দায়িত্ব প্ৰাপ্ত বয়োজ্যেষ্ঠ কংগ্ৰেস নেতা হরিশ রাওয়াত আজ প্ৰথম দায়িত্ব গ্ৰহণ করার পর রাজ্যের কংগ্ৰেস কৰ্মী নেতাদের সম্বোধন করে অসমের কংগ্ৰেস সংগঠনকে মজবুত করার উপর জোর দেন। তিনি বলেন, আগামী ১৯-শে লোকসভা নিৰ্বাচনকে সামনে রেখে তৃণমূল পৰ্যায়ে কংগ্ৰেসের সংগঠনকে শক্তিশালী করতে হবে। জাতীয় রাজনীতি সম্পৰ্কে বলেন, কেন্দ্ৰে মোদি সরকার দেশে সাম্প্ৰাদায়িক সম্প্ৰীতি বিনষ্ট করছে। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভাজন আনছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি দেশবাসীকে বহু প্ৰতিশ্ৰুতি দিয়েছিলেন কিন্তু কোনও প্ৰতিশ্ৰুতিই পালন করতে পারে নি। সবই ছিল ভূয়ো প্ৰতিশ্ৰুতি। বিদেশে কোটি কোটি টাকা পাচার হচ্ছে, ফিরিয়ে আনতে পারছে না। আম জনতার দূরবস্থার অন্ত নাই। আজ দিশপুর মানবেন্দ্ৰ শৰ্মা কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় অসমের  কংগ্ৰেস নেতা হরিশ রাওয়াতকে বিপুলভাৱে সম্বৰ্ধনা জানানো হয়। প্ৰদেশ কংগ্ৰেস সভাপতি রিপুন বরা, প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ, বিরোধী দলপতি দেবব্ৰত শইকিয়া, শিলচরের সাংসদ সুস্মিতা দেব, সাংসদ ভুবনেশ্বর কলিতা, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ রাজ্যের প্ৰতিটি জেলার কংগ্ৰেস সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন। শিলচরের কংগ্ৰেস সাংসদ সুস্মিতা দেবসহ কয়েকজন এন আর সি তালিকা প্ৰকাশকে কেন্দ্ৰ করে উদ্বেগ প্ৰকাশ করেন। তাদের আশঙ্খা বৃহৎ সংখ্যক সংখ্যালঘু মানুষের নাম বাদ পড়বে। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ দীৰ্ঘ ১৭ বছর পর কইনাধরার বাসগৃহ ছেড়ে জনতা ভবন সংলগ্ন মন্ত্ৰীদের সরকারি বাসভবনের পাশেই তার বরাদ্দকৃত ভবনে  উঠে আসেন। নতুন আবাসে প্ৰবেশ করেই আজ বলেন, বিজেপি হিন্দুদের নিয়ে রাজনীতি করছে আর এ আই ইউ ডি এফ মুসলিমদের নিয়ে রাজনীতি করছে। কংগ্ৰেস দল কোনও জাতকে নিয়ে রাজনীতি করে না। ধৰ্ম নিরপেক্ষ দল কংগ্ৰেস। আগামী নিৰ্বাচনে কংগ্ৰেস দল কোনও পৰ্যায়ে এ আই ইউ ডি এফ-এর সঙ্গে মিত্ৰতা করবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.