Header Ads

অসমের ক্ৰীড়াক্ষেত্ৰে ব্ৰ্যাণ্ড আ্যম্বাসাডর ঘোষণা করা হলো হিমাকে


হিমা দাস বিশ্ব এ্যথলেটিকসের দৌড়ে ভারতে প্ৰথম মহিলা স্বৰ্ণ পদক
গুয়াহাটিঃ ফিনল্যাণ্ডে অনুষ্ঠিত ২০ বছরের অনুধ্ব বিশ্ব এ্যথলেটিকসে ৪০০ মিটার দৌড়ে স্বৰ্ণ পদক অৰ্জন করে ভারতে সৰ্বপ্ৰথম কোনও মহিলা এ্যথলেটিকস এই বিরল সম্মান পেলেন অসমের প্ৰত্যন্ত গ্ৰামের মেয়ে হিমা দাস। ৪০০ মিটার দৌড়তে তার সময় লেগেছে মাত্ৰ ৫১.৪৬ সেকেণ্ড। অসমের ধিংয়ের কান্ধুলিমারি গ্ৰামের গরিব কৃষিজীবি রঞ্জিত দাসের কন্যা এই সম্মান অৰ্জন করায় অসম সরকার তাকে অসমের ক্ৰীড়ারক্ষেত্ৰে ব্ৰ্যাণ্ডআ্যম্বাসাডার হিসাবে নিয়োগ করার কথা মুখ্যমন্ত্ৰী সবানন্দ সনোয়াল আজ ঘোষণা করেছেন। তিনি বলেন, তাকে রাজ্যিকভাবে সম্বৰ্ধনা জানানো হবে এবং আৰ্থিক সাহায্যও প্ৰদান করা হবে। কান্ধুলিমারি গ্ৰামে আজ ছিল উৎসবের পরিবেশ। কৃষিজীবি বাবা রঞ্জিত দাস আজও অন্যান্য দিনের মতো বাজারে পটল বিক্ৰী করতে গিয়েছিলেন। ‘এ্যথলেটিকস ফেডারেশন অফ ইণ্ডিয়া' টুইট করে অভিযোগ করেছিল হিমা দাস ইংরাজী বলতে পারেন না, তাকে শিখতে হবে। আজ এ্যথলেটিকস ফেডারেশন অফ ইণ্ডিয়া হিমা দাসের কাছে নিশৰ্তভাবে ক্ষমা চেয়েছে। ভারতের রাষ্ট্ৰপতি রাম নাথ কোবিন্দ, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জি, মেগাষ্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ক্ৰিকেটার শচীন তেণ্ডুলকার প্ৰমুখ দেশের বিশিষ্ট ব্যক্তিরা হিমা দাসকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেল। ‘অসম এ্যথলেটিকস সংস্থা' ২ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ, প্ৰাক্তন মন্ত্ৰী গৌতম রায় ১ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.