Header Ads

পার্বত্য পরিষদের ভোটের মুখে পাহাড়ে নতুন রাজনৈতিক মঞ্চ গঠিত হল


বিপ্লব দেবঃ হাফলং উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের আগে হিলস পিপোলস ফোরাম নামে একটি নতুন  রাজনৈতিক মঞ্চ গঠন করলেন প্রাক্তন বিধায়ক তথা পার্বত্য পরিষদের প্রাক্তন সিইএম সমরজিৎ হাফলংবার। প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবারকে আহ্বায়ক করে হিলস পিপোলস নামে রাজনৈতিক মঞ্চ গঠন করা হয়। প্রাক্তন বিধায়ক সমরজিৎ হাফলংবার পাহাড়ি জেলায় এই নতুন রাজনৈতিক মঞ্চ গঠন করার কথা জানিয়ে বলেন রাষ্ট্রীয় পর্যায়ের রাজনৈতিক দল গুলির নেতারা টিকিটের প্রত্যাশায় বছরের পর বছর কাটিয়ে দেওয়ার পর ওই নেতারা জনগনের জন্য কোনও কাজই করতে পারেননা কারন অনান্য রাজনৈতিক দল গুলি হাইকমান্ড ভিত্তিক হয়। কিন্তু এই নতুন রাজনৈতিক মঞ্চ হাইকমান্ড ভিত্তিক হবেনা তাই জনগনের স্বার্থে কাজ করার লক্ষ্যেই হিলস পিপোলস ফোরাম নামে এই রাজনেতিক মঞ্চ তৈরী করা হয়। সমরজিৎ আশা প্রকাশ করে বলেন ওই রাজনৈতিক মঞ্চে পাহাড়ি জেলার অনেকেই ইতিমধ্যে যোগ দিয়েছেন। সমরজিৎ বলেন এই রাজনৈতিক মঞ্চ সুশাসনের জন্য লড়াই করবে। এবং উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের আগামী নির্বাচনে হিলস পিপোলস ফোরাম নামের ওই রাজনৈতিক মঞ্চ পার্বত্য পরিষদের ২৮ টি আসনের মধ্যে কম করে ১০ টি আসনে প্রার্থী দেবে। উল্লেখ্য উত্তর কাছাড় পার্বত্য স্বাশাসিত পরিষদের ভোটের মুখে হিলস পিপোলস ফোরাম নামের নতুন রাজনৈতিক মঞ্চ গঠনের বিষয়টি ব্যাপক তাতপর্যপূর্ণ বলে মনে করছে পাহাড়ি জেলার রাজনৈতিক মহল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.