Header Ads

বাঙালিদের জাতীয় জীবনে দেশভাগের চেয়েও ভয়ঙ্কর সৰ্বনাশের মুখোমুুখি হতে হবেঃ তপোধীর ভট্টাচাৰ্য

গুয়াহাটিঃ বহু প্ৰতিক্ষিত জাতীয় নাগরিকপঞ্জীর দ্বিতীয় খসড়া তালিকার সময়সীমা ১ মাস বৃদ্ধি করে ৩০ জুলাই করায়, প্ৰথম খসড়া তালিকার ১ কোটি ৯০ লক্ষ নামের তালিকা থেকে নতুন করে ১ লক্ষ ৩৫ হাজার মানুষের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত ও মে' মাসের ১-২ তারিখের নোটিফিকেশন সুপ্ৰীমকোৰ্ট মান্যতা দেওয়ায় রাজ্যে ধৰ্মীয় এবং ভাষিক সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে তীব্ৰ প্ৰতিক্ৰিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠন গভীর উদ্বেগ প্ৰকাশ করেছে। নাগরিক অধিকার সুরক্ষা সমিতি (সি আর পি সি) অভিযোগ করেছে, ‘রাজ্যের ভাষিক এবং ধৰ্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী বিশেষ করে বাংলাভাষী মানুষকে ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হবে। দেশের শীৰ্ষ আদালতে বিচার পেল না। রাষ্ট্ৰ সংঘ, বা আন্তৰ্জাতিক আদালতে দ্বারস্থ হওয়া ছাড়া কোনও গত্যন্তর নেই।' বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিত্ব তথা আসাম বিশ্ব বিদ্যালয়ের প্ৰাক্তন উপাচাৰ্য তপোধীর ভট্টাচাৰ্য প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে বলেন, সুপ্ৰীমকোৰ্টের সিদ্ধান্তের ফলে ৩০ জুলাই নাগরিকপঞ্জীর দ্বিতীয় খসড়া তালিকা প্ৰকাশ পাবে। এন আর সির সমন্বয়ক প্ৰতীক হাজেলার তুঘলকিকাণ্ডে ১-২ মে'-র ফরমানকে অনুমোদন দিয়েছে সৰ্বোচ্চ আদালত। যার ফলে বাঙালিদের সৰ্বানাশ হবে। বাঙালির জাতীয় জীবনে দেশভাগের চেয়েও ভয়ঙ্কর সৰ্বনাশের মুখোমুুখি হতে হবে। হতভাগ্য স্বজাতিকে জাগিয়ে রাখার দায় নিজেদেরকেই নিতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সংঘবদ্ধ করা, আইন ও সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে দ্ৰুত পরমৰ্শ সভা করা, সাংসদদের সঙ্গে যোগাযোগ করার মতো গণতান্ত্ৰিক উপায়ের সাহায্যে বাঙালি বিদ্বেষী জল্হাদদের মোকাবিলা করতে হবে। আজ সুপ্ৰীমকোৰ্ট স্বতপ্ৰণোদিতভাবে এন আর সির সমন্বয়ক প্ৰতীক হাজেলার নিরাপত্তার সুনিশ্চিত করার লক্ষ্যে অসম সরকারকে নিৰ্দেশ দিয়েছেন। আজকের সুপ্ৰীমকোৰ্টের রায়ে বলা হয়েছে, ‘ডি' ভোটারের পরিবার পরিজন, বিদেশী ট্ৰাইব্যুনালে বিচারাধীন ব্যক্তিদের সন্তান-সন্তুতিদের নামও তালিকা থেকে বাদ পড়বে। এই সব অমানবিক, গণতন্ত্ৰ বিরোধী আদেশের বলে রাজ্যের সংখ্যালঘু মানুষের অধিকার ভূললূণ্ঠিত হবে বলে, নাগরিক অধিকার সুরক্ষা সমিতি অভিযোগ করেছে। আমসুর উপদেষ্টা আজিজুর রহমান আশা প্ৰকাশ করেছেন, প্ৰকৃত ভারতীয় নাগরিকদের নামই এন আর সি তালিকায় অন্তভূক্ত হবে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.