Header Ads

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শঙ্করদেব চেয়ার বসবে, অসম সরকারের ৫ কোটি টাকার অনুদান


গুয়াহাটিঃ জাতীয় নাগরিকপঞ্জী, নাগরিকত্ব সংশোধনী বিল প্ৰভৃতি ইস্যুকে কেন্দ্ৰ করে অসমে বাঙালি-অসমীয়ার মধ্যে সম্পৰ্কের টানাপোড়েন চলছে। এক অসুস্থ বাতাবরনের সৃষ্টি হয়েছে, এর মাঝে ভালো এক খবর এলো পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ব কবি রবীন্দ্ৰ নাথ ঠাকুরের স্বপ্নসৌধ শান্তি নিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অসমের শ্ৰীমন্ত শঙ্করদেবের নামে এক চেয়ার স্থাপন করবে। অসম সরকারের সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে। শান্তি নিকেতনের ভাষা ভবনে অসমীয়া বিভাগে এই চেয়ার বসবে। অসম সরকারেৰ সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক ৫ কোটি টাকার চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী ইতিমধ্যে বিশ্বভারতীকে ৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এই চুক্তির ফলে শ্ৰীমন্ত শঙ্করদেবের জীবনাদৰ্শ, তাঁর জীবনব্যাপী অবদান নিয়ে গবেষণা করার সুযোগ পাবেন ছাত্ৰ-ছাত্ৰীরা। বিশ্বভারতীর ভারপ্ৰাপ্ত উপাচাৰ্য সবুজকলি সেন বলেছেন, ‘আমাদের যেমন চৈতন্যদেব, অসমের তেমনি শঙ্করদেব, ‘শঙ্করদেব চেয়ার'-র জন্য উপযুক্ত যোগ্য পদাধিকারিকে খুঁজে বের করার চেষ্টা হবে।' প্ৰসংগত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য থাকাকালীন ড০ শ্যামা প্ৰসাদ মুখোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক পৰ্যায়ের অসমীয়া ভাষাকে চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.