Header Ads

ট্রেকমেনদের সমস্যা নিয়ে সরব মজদুর ইউনিয়নের লামডিং শাখা

জয়শ্ৰী আচাৰ্য, লামডিংঃ রেল বিভাগের  চতুর্থ র্শ্রেনীর কর্মচারী ট্র্যাকম্যান গেটম্যান দের সমস্যা সমাধানের দাবীতে গর্জে উঠে এন এফ রেলেওয়ে মজদুর ইউনিয়ন। এই উপলক্ষ গত ৯জুন থেকে ১৫জুন পর্যন্ত পূর্বোত্তর রেল জুরে চলছে দাবী সপ্তাহ। গত ১১জুন এরই সাথে সঙ্গতি রেখে মজদুর ইউনিয়ন লামডিং শাখা কার্যালয়ে ট্র্যাকম্যান, গেটম্যান শ্রমিকের উপস্থিতিতে  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় রঙিয়া ডিভিশনের গোয়ালপাড়ার ট্র্যাকম্যান আমিন বড়োকে গত মাসে একটানা ৭দিন নাইট ডিউটি করার পর বিশ্রামের দিনই আবার দুপুর থেকে কাজ করার নির্দেশ আসে। স্বাভাবিক কারনেই এর প্রতিবাদ জানান বড়ো, ফল স্বরূপ সাথেসাথে নিলম্বিত করা হয় বড়োকে এবং কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়। সভায় এই কালাকানুনের অধীনে বর্বরোচিত আদেশ প্রত্যাহার করে অবিলম্বে আমিন বড়োকে চাকুরিতে বহাল করা, রেল নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের   উপযুক্ত সুরক্ষা প্রদান করা, গেটম্যানদের ৮ঘন্টা ডিউটি র পরিবর্তে ১২ঘন্টা ডিউট করার আদেশ বাতিল করা এবং কিছু রেল আধিকারিকদের ট্র্যাকম্যানদের প্রতি বর্বরচিত আচরন বন্ধ করা নিয়ে সরব হন বক্তারা। মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি দিলীপ দেব এর পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় ট্র্যাকম্যানদের প্রতি আধিকারিকদের অমানুষিক অত্যাচার, শ্রমিকদের বাসগৃহের   ভগ্নাদশা, জল, বিদ্যুৎ সরবরাহ, সুরক্ষার অভাব এবং ট্র্যাকম্যান গেটম্যানদের কাজ ব্যক্তিগত খন্ডে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে ট্র্যাকম্যানদের পক্ষে বক্তব্য রাখেন পলাশ ডেকা, পারুল দাস, ভাস্কর দেবনাথ, হেমেন নাথ, বিশ্বনাথ কুমার,দীপক কুমার, সুমিত দেবনাথ, বিদ্যুৎ শর্মা। সভায় ট্র্যাকম্যানদের দাবী দাওয়া নিয়ে আরো জোরদার লড়াই চালিয়ে যাওয়ার জন্য গঠন করা হয় ট্র্যাকম্যান কমিটি। কমিটির বিভিন্ন পদে রয়েছেন সভাপতি মধুমিতা দে পাল, কার্যকারী সভাপতি   সুমিত  দেবনাথ, উপ সভাপতি বিদ্যুৎ প্রভা শর্মা, সম্পাদক প্রদীপ সেন, যুগ্ম সম্পাদক সুজিত ঘোষ, পলাশ ডেকা, তরফ আলি, সহ সম্পাদক রাম বিনোদ চৌধুরী, কে সরোজিনী, দিনেশ সিং, সাঙ্গঠনিক সম্পাদক উজ্জ্বল পাল, লক্ষন সিং, পারুল দাস গিরি, তরুন মন্ডল, মনোজ বারি এবং কার্যালয় সম্পাদক অসীম রায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.