Header Ads

এবিপি নিউজ চ্যানেলের বিদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা হিমন্ত বিশ্ব শৰ্মার

নিজস্ব প্ৰতিনিধি, গুয়াহাটি ২১ জুনঃ অসমের অৰ্থমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আজ কামরূপ (মেট্ৰো) জেলার দেওয়ানী আদালতে কলকাতা-দিল্লী কেন্দ্ৰিক ‘এবিপি নিউজ’ চ্যানেলের বিদ্ধে ১০০কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন৷ তিনি আজ সে কথা ‘টুইট’ করে জানিয়েছেন৷ তিনি বলেছেন, যার কথা এবিপি নিউজ চ্যানেলের সাংবাদিক উল্লেখ করেছেন, তাকে আমি চিনি না, তাকে আদৌ কোনও দিন দেখিও নি৷ প্ৰসঙ্গত ওই নিউজ চ্যানেলটি ‘ঘণ্টি বাজাও’ শীৰ্ষক এক অনুষ্ঠানে অভিযোগ করেছে, আয়কর বিভাগ দিল্লী ডিফেন্স কলোনীতে বেশ কিছু নথি পত্ৰ বাজেয়াপ্ত করেছে , তাতে দিল্লীর এক দালালে নাম পেয়েছে ওই ঘটনায় বিশাল দালাল চক্র জড়িত৷ সেই দালাল চক্র বিদেশ, প্ৰতিরক্ষা মন্ত্ৰকসহ বিভিন্ন বিভাগের নথি পত্ৰ ব্যবহার করে কোটি কোটি টাকার বে-আইনী ব্যবসা করেছে৷ মদ, জুয়া, নারী ও অৰ্থের প্ৰলোভন দেখিয়ে ব্যবসা করা হয়েছে বলে অভিযোগ করেছে চ্যানেলটি৷ এই ব্যবসার সঙ্গে দেশের কয়েক জন মন্ত্ৰী, আই এ এস, আই পি এস অফিসারের নাম জড়িয়েছে৷ প্ৰধানমন্ত্ৰীর অফিস বিষয়টি তদন্ত করার জন্য ‘ই ডি’ কে নিৰ্দেশ দিয়েছেন৷ অসমের অৰ্থমন্ত্ৰীর নামও আছে বলে এবিপি নিউজ চ্যানেল দাবি করেছে৷ গত ১২ জুন ওই চ্যানেলের এক সাংবাদিক গুয়াহাটিতে হিমন্ত বিশ্ব শৰ্মার কাছে খবরের সত্যতা সম্পৰ্কে জানতে চাইলে শৰ্মা বলেন, ‘আমি কাউকে চিনি না৷ রাজ্যের সাংবাদিকরা অনুমতি নিয়ে আমার কাছে আসে৷ আপনারা সেই পরম্পরা বিনষ্ট করছেন৷ আমি প্ৰভাবশালী বলেই বার বার আমাকে টার্গেট করা হচ্ছে।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.