Header Ads

৩০ সেপ্তেম্বরের মধ্যে ১ লক্ষ গৃহ নিৰ্মাণের নিৰ্দেশ মুখ্যমন্ত্ৰীর

গুয়াহাটিঃ প্ৰধানমন্ত্ৰী আবাস যোজনার বিস্তৃত পৰ্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। আজ জনতা ভবনে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের পৌরহিত্য অনুষ্ঠিত বৈঠকে আগামী ৩০ সেপ্তেম্বরের মধ্যে প্ৰধানমন্ত্ৰীর আবাস যোজনার ১ লক্ষ গৃহ নিৰ্মাণের জন্য পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন বিভাগকে নিৰ্দেশ দেওয়া হয়। এদিকে আগামী ১৫ আগষ্টের মধ্যে ভূমিজনিত সমস্যা সমাধানের নিৰ্দেশও দেন মুখ্যমন্ত্ৰী। রাজ্যে প্ৰতিবন্ধীদের সরকারি চাকরি সংরক্ষণের ক্ষেত্ৰে কেন্দ্ৰের এবং রাজ্যে সরকারে নিরিখ একই করার পক্ষে অভিমত পোষণ করেন মুখ্যমন্ত্ৰী। এ ব্যাপারে সমাজ কল্যান বিভাগকে কেন্দ্ৰের সঙ্গে যোগাযোগ করে বিহিত ব্যবস্থা গ্ৰহণের নিৰ্দেশ দেন। মুখ্যমন্ত্ৰী আজ ১,৩০,৪১১ জন প্ৰতিবন্ধীকে গৃহ প্ৰদানের জন্য যাবতীয় ব্যবস্থা গ্ৰহণের নিৰ্দেশ দেন। তিনি বলেন, নতুন করে নিৰ্মান করা অংগনবাড়ী কেন্দ্ৰগুলিতে বেলা ১২টা পৰ্যন্ত শিশুর বিভিন্ন উত্তরণের কৰ্মসূচী শেষ করার পর পরবৰ্তী সময়টুকু দক্ষতা বিকাশের উপর জোর দিতে হবে। আজকের বৈঠকে সমাজ কল্যানমন্ত্ৰী প্ৰমিলা রাণী ব্ৰহ্ম, পঞ্চায়েত ও গ্ৰামোন্নয়ন বিভাগের রাজ্যমন্ত্ৰী নব কুমার দলে এবং মুখ্যমন্ত্ৰী আইনী উপদেষ্টা শান্তনু ভরালীর সঙ্গে অন্যান্য উচ্চ পদস্থ অফিসাররা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.