Header Ads

২০০০ কোটি টাকা ব্যয় ১৯টি কেন্সার হাসপাতালের সূচনা করলেন টাটা ট্ৰাষ্টের প্ৰধান রতন টাটা

নিজস্ব প্ৰতিনিধি, গুয়াহাটিঃ অসম সরকার এবং টাটা ট্ৰাষ্ট ইনিসিয়েটিভের উদ্যেগে প্ৰস্তাবিত প্ৰায় ২০০০ কোটি টাকা ব্যয়ে আজ সোমবার রাজ্যের ১৯টি কেন্সার হাসপাতালের সূচনা হল৷ অসম সরকার এবং  টাটা ট্ৰাষ্ট ইনিসিয়েটিভের উদ্যেগে গঠিত ‘আসাম কেন্সার কেয়ার ফাউণ্ডেশন’ এ বিশাল প্ৰকপ্লের বাস্তবায়ন করবে৷ টাটা ট্ৰাষ্টের চেয়ারম্যান তথা দেশের বিশিষ্ট শিপ্লপতি রতন টাটার উপস্থিতিতে আজ গুয়াহাটি খানাপাড়ায় আনুষ্ঠানিকভাবে ভূমিপুজো হয়৷ একই সঙ্গে রাজ্যের অন্যান্য স্থানেও ভূমিপুজো অনুষ্ঠিত হয়৷ বিজেপির সৰ্ব ভারতীয় সভাপতি অমিত শাহ, মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়াল, স্বাস্থ্যমন্ত্ৰী তথা আসাম কেন্সার কেয়ার ফাউণ্ডেশনের চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শৰ্মাসহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই ১৯টি কেন্সার হাসপাতালের সূচনা হয়৷ গতকাল গুয়াহাটি মেডিকেল কলেজে শিপ্লপতি রতন টাটা ডিজিটাল নাৰ্ভ সেণ্টারের উন্মোচন করেন৷ মুম্বাই-এর টাটা কেন্সার মে’মরিয়ালের বিশেষজ্ঞ ডাক্তারদের পরামৰ্শ অনুযায়ী দেশের ১৪৩টি হাসপাতাল অন লাইনে চিকিৎসার সুবিধা পাবে৷ দক্ষিণ পূৰ্ব এশিয়ার একমাত্ৰ রিসাৰ্চ এণ্ড ডায়’গনোষ্টিক সেণ্টার হিসাবে পরিগনিত হবে ডিজিটাল নাৰ্ভ সেণ্টার৷ প্ৰতিবছর রাজ্যে ৩১ হাজার ৮২৫ জন কেন্সার চিকিৎসা গ্ৰহণ করেন৷ বাস্তবে চিকিৎসা গ্ৰহণের সংখ্যা ২৫ শতাংশের বেশি৷ ইণ্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসাৰ্চ সেণ্টারের প্ৰতিবেদনের অনুযায়ী বছরে প্ৰায় ২ লক্ষ মানুষ চিকিৎসা গ্ৰহণ করে, তার মধ্যে ৭০ শতাংশের মৃত্যু হয়৷ ডিব্ৰুগড়, দরং, গোলাঘাট, হাফলং, শিবসাগর, গোয়ালপাড়া প্ৰভৃতি ১৯ কেন্সার হাসপাতালের সঙ্গেনাগাল্যাণ্ডকে নেশান্যাল কেন্সার গ্ৰীডের অন্তৰ্ভূক্ত করা হবে৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.