Header Ads

এন আর সিকে রাজনৈতিক স্বাৰ্থে ব্যবহার করা হচ্ছেঃ বদদ্দিন আজমল

গুয়াহাটিঃ এ আই ইউ ডি এফ প্ৰধান বদরুদ্দিন আজমল আজ জাতীয় নাগরিকপঞ্জী সময়ক প্ৰতীক হাজেলা এবং মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের সঙ্গে সাক্ষাৎ করে এন আর সির উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন৷ প্ৰতীক হাজেলার কাছে এক স্মারক পত্ৰ পেশ করে আসার পর তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বাৰ্থে এন আর সি নবায়ন করা হচ্ছে৷ রাজ্যের কত লক্ষ সংখ্যালঘু মানুষের নাম এন আর সি তালিকা থেকে বাদ পড়বে তার কোনও ঠিক ঠিকানা নেই৷ একবার বলা হচ্ছে ৭০ লক্ষ আর একবার বলা হচ্ছে ৫০ লক্ষ৷ এন আর সি তালিকায় তার এবং তার ভাইয়ের নামও নেই৷ সাংসদ বদদ্দিন অভিযোগ করেন, বিজেপি-আর এস এস-এর নেতাদের নিৰ্দেশে এই তালিকা তৈরী হচ্ছে৷ সুপ্ৰিমকোৰ্টের নিৰ্দেশকে উপেক্ষা করে প্ৰতীক হাজেলা নতুন নতুন নিৰ্দেশনা জারি করে রাজ্যের ধৰ্মীয় ও ভাষিক সংখ্যালঘু মানুষদের হয়রানি করছে৷ আগামি ৩০ জুনে চূড়ান্ত খসড়া তালিকা প্ৰকাশের কথা আছে৷ সেই তালিকায় রাজ্যের স্থায়ী নাগরিক সংখ্যালঘু মানুষদের বাদ দেওয়া হলে পরিস্থিতি ভয়ানক হবে বলে তিনি হুসিয়ারি করেন৷ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের কাছেও প্ৰায় একই অভিযোগ করেন এ আই ইউ ডি এফ প্ৰধান তথা সাংসদ বদদ্দিন আজমল৷ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল বদদ্দিন আজমলকে আশ্বাস দিয়েছেন, এন আর সির তালিকা থেকে প্ৰকৃত ভারতীয় নাগরিকদের নাম বাদ পড়বে না৷ যাদের নাম বাদ পড়বে তাদেরও দুশ্চিন্তায় করার কোনও কারণ নেই৷ তারা পুনরায় নাম অন্তৰ্ভুক্তির সুযোগ পাবেন৷ রাজ্যের সংখ্যালঘু মানুষদের হয়রানি করার কোনও অভিপ্ৰায় সরকারের নেই৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.