Header Ads

প্রথম বর্ষায় পাহাড় লাইনে ধস

লামডিংঃ গত কয়েকদিন ধরে লাগাতার ভারি বর্ষনের ফলে ফাইডিং, মাহুর, নিউ হাফলং, জাটিঙ্গাতে ভূমিস্খলন হয়। ফলে বৃহস্পতিবার লামডিং-শিলচর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে। বেশ   কয়েকটি  ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়। ২৫৬৫৭ শিয়ালদা-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিং পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয় রেল প্রশাসন। গুয়াহাটী-শিলচর ফাষ্ট পেসেঞ্জার ট্রেনটিও বাতিল করা হয়। ঘটনার তদন্তে লামডিং ডিভিশনের DRM আশিস শর্মা ঘটনাস্থলে গিয়ে  উপস্থিত হন।  অন্যদিকে ট্রেন বাতিল করাকে ঘিরে লামডিং রেল ষ্টেশনে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রেল যাত্রীদের মধ্যে হাহাকার শুরু হয়।  বিভাগের বিরুদ্ধে যাত্রীদের পর্যাপ্ত সুবিধা না দেওয়ার অভিযোগ উল্থাপিত হয়। অন্যদিকে রেল আধিকারিকরা বিপর্যস্ত এলাকা থেকে জানান যে মোট ছয়টি ভূমিস্খলন  স্থলীর মধ্যে 2 টি পরিষ্কার করা হয়েছে। রাতের মধ্যে আরও ৪ টি পরিষ্কার হয়ে যাবে যদি আর বৃষ্টি না হয়। অন্যদিকে ত্রিপুরার সঙ্গেও দেশের বিভিন্ন প্রান্তের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে l

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.